ছবি সংগৃহীত

৪ মাস পর খুলে দেওয়া হলো ইবির হল

চার মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো।

priyo.com
লেখক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৫, ১১:৩০ আপডেট: ১৯ জুলাই ২০১৮, ০০:০৩
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৫, ১১:৩০ আপডেট: ১৯ জুলাই ২০১৮, ০০:০৩


ছবি সংগৃহীত
(প্রিয়.কম) চার মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো। প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম বলেন, যেহেতু ৪ এপ্রিল থেকে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। সেহেতু দূর-দূরান্তের শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্রীরা যাতে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারে সে লক্ষ্যে ২২৮তম জরুরি সিন্ডিকেট সভা থেকে দেওয়া পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইবি ক্যাম্পাসের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। তিনি জানান, এ সময় হলগুলোর প্রভোস্টরা উপস্থিত থেকে হল খুলে দেন। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছে। প্রক্টর আরও জানান, শান্তিপূর্ণভাবে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনির্দিষ্টকালের জন্য ইবিতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসচাপায় ছাত্র তৌহিদুর রহমান টিটু নিহত হওয়ার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাণ্ডব চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি গাড়ি পুড়িয়ে দেয় ও প্রশাসনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর চালায়। এ ঘটনায় ওই দিনই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাঠকের মন্তব্য(০)

মন্তব্য করতে করুন


আরো পড়ুন

loading ...