চাঁদের হাজার বছরের নিঃসঙ্গতা প্রথমবারের মতো ঘুচিয়েছিলেন নিল আর্মস্ট্রং। যে চাঁদ ছিল মানুষের রাতের আকাশে, গান, কবিতা আর গল্পে, সে চাঁদকে প্রথমবারের মতো ছুঁয়ে দিয়েছিলেন এই মার্কিন নভোচারী। অ্যাপোলো১১ অভিযানের কমান্ডার আর্মস্ট্রং চাঁদের বুকে পা রেখেছিলেন ১৯৬৯ সালের ২০ জুলাই। গতকাল চন্দ্রজয়ের ৫০ বছর পূর্তি হলো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ৫০ বছর পূর্তি হয় ২০০৮ সালে। সে...