ইংল্যান্ড ও ওয়েলস- ২০১৯ বিশ্বাকাপে আজ মুখোমুখি বাংলাদেশ - ভারত। আর এই ম্যাচে বাংলাদেশ দলে স্বভাবতই একাদশভুক্ত হয়েছেন তামিম ইকবাল। এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজ খেলতে নেমেছেন ২০০ তম ম্যাচ।তামিম ক্যারিয়ারের ৫০তম ম্যাচটি ছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। করেছিলেন মাত্র ১৮ রান। শততম ম্যাচে ২০১১ সালে জিম্বাবুয়ে সফরে করেছিলেন মাত্র ৩ রান। দেড়শতম ম্যাচে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৬১ করে আউট হয়েছিলেন তামিম। তবে আজ ২শ’ ম্যাচে তামিম পাচ্ছে ভারতকে। আর এই দলটির বিপক্ষে বরারবই উজ্জ্বল তামিম।বিশ্বকাপে খেলা ৬ ম্যাচে তামিমের স্ট্রাইকরেট ৭৪.২৭। ব্যাটিং গড় ৩৪.১৬, ফিফটি মাত্র ১টি। প্রতিম্যাচে ভালোই শুরু করেছিলেন তিনি। তবে খেলতে পারেননি বড় ইনিংস।তামিম ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন অনবদ্য এক অর্ধশতকের ইনিংস। সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৭০ রানের ইনিংস। সে ম্যাচে বাংলাদেশ হারলেন খেলেছিলেন বেশ।