ইকুয়েডরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চিলি

মানবজমিন প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০০:০০

কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো বর্তমান চ্যাম্পিয়ন চিলি। আজ ভোরে সালভাদরে ‘সি’ গ্রুপের ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে জয় তুলে নেয় চিলি। এবারের আসরে টানা দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো গত দুই আসরের চ্যাম্পিয়নরা।ম্যানচেস্টারের ইউনাইটেডের হয়ে নিজেকে মেলে ধরতে পারেন নি অ্যালেক্স সানচেজ। ২০১৮-১৯ মৌসমে ম্যানইউর জার্সিতে ২০ ম্যাচে পেয়েছেন মাত্র ১ গোল। তবে জাতীয় দলে ফিরেই টানা দুই ম্যাচেই গোল পেলেন এই চিলিয়ান ফরোয়ার্ড।এদিন ম্যাচের শুরু অষ্টম মিনিটে হোসে ফুয়েনজালিদারের গোলে চিলিকে এগিয়ে নেন। কর্নার থেকে উড়ে আসা বল জোরালো ভলিতে জলে জড়ান এই চিলিয়ান মিডফিল্ডার। ম্যাচের ২৬তম মিনিটে সমতায় ফেরে ইকুয়েডর। ডি-বক্সের ভিতরে গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াসের ফাউলের শিকার হন চিলিয়ান মিডফিল্ডার জেগসন মেন্দেজ। তারে ফাউলের বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে চিলির জাল কাঁপান এন্নার ভ্যালেন্সিয়া। পরে ম্যাচে ৫০তম মিনিটে চার্লস আরাঙ্গুয়েজের ক্রস থেকে বল পেলে ইকুয়েডরের জালে বল পাঠান সানচেজ। এদিন চিলিয়ান বার্সেলোনা মিডফিল্ডার আর্তুরো ভিদালের মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের ডিফেন্ডার গ্যাব্রিয়েল অ্যাকিলিয়ের। পরে বাকিটা সময় ১০ জন নিয়ে খেলা শেষ করে ইকুয়েডর।‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা আসরের ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে সংগ্রহ ২ ম্যাচে ৪ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জাপান। কোন পয়েন্ট না পেয়ে তালিকার সবার নিচে ইকুয়েডর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us