চাইনিজ তাইপে নয়, ভারত খেলতে গেলেন সাবিনা

মানবজমিন প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০০:০০

সুযোগ পেয়েছিলেন আরো বড় লীগে খেলার। কিন্তু ভিসা জটিলতায় চাইনিজ তাইপের লীগে খেলতে যাওয়া হয়নি ফুটবলার সাবিনা খাতুনের। তাইপের লীগে খেলবেন বলে ফিরিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ান উইমেন্স লীগে খেলার প্রস্তাব। শেষ পর্যন্ত অবশ্য ভারতীয় লীগেই খেলতে যাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা। গতবার সেথু এফসিতে খেললেও সাবিনার নতুন ক্লাব গকুলাম কেরালা এফসি। ‘এ’ গ্রুপে থাকা দলটি ইতিমধ্যে তাদের প্রথম ম্যাচ খেলেও ফেলেছে। উদ্বোধনী দিনে ৫-০ গোলে রাইজিং স্টুডেন্টস ক্লাবকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে কেরালা এফসি। দলটির হয়ে দ্বিতীয় ম্যাচে অংশ নিতেই গতকাল ঢাকা ছেড়েছেন সাবিনা। ১২ দল দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া উইমেন্স লীগের চূড়ান্ত পর্ব। ৫ই মে শুরু হয়েছে পাঞ্জাবের লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে। চলবে ২২শে মে পর্যন্ত।গতবার প্রথমবারের মতো ইন্ডিয়ান উইমেন্স লীগে নাম লিখিয়েই আলো ছড়িয়েছিলেন সাতক্ষীরার সাবিনা। প্রায় একক কৃতিত্বে সেথু এফসিকে তুলে নেন সেমিফাইনালে। তামিলনাড়ুর দলটির ১১ গোলের ৭টিই আসে সাবিনার পা থেকে। এবার দল পরিবর্তন হওয়ায় নতুন করে দিতে হবে পরীক্ষা, ‘আমি যেহেতু দলের সঙ্গে দেরিতে যোগ দিচ্ছি। আমার প্রথম লক্ষ্য একাদশে স্থান নিশ্চিত করা। খেলার সুযোগ নিশ্চিত হলে পরে গোলের লক্ষ্য ঠিক করবো।’ গোকুলাম দলের অধিকাংশ খেলোয়াড়ই ভারত জাতীয় দলের।দেশে মেয়েদের লীগ বন্ধ আছে প্রায় ছয় বছর । ফলে লীগ খেলার স্বাদ পেতে দেশের বাইরে খেলা ছাড়া উপায় নেই। জাতীয় দলের খেলা না থাকলে সাবিনাকে অলস সময় কাটাতে হয় না বললেই চলে। বাংলাদেশের মহিলা ফুটবলের অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে আছে সাবিনার নাম। বেশ কয়েক বছর ধরেই দেশের বাইরের লীগগুলোতে নিয়মিত হয়ে উঠেছেন বাংলাদেশের গোল মেশিন। বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে খেলেছেন মালদ্বীপ ও ভারতের লীগে। ২০১০ সাল থেকে টানা জাতীয় দলে খেলা সাবিনা পাঁচ বছর ধরে জাতীয় দলের অধিনায়ক।  গত বছর ইন্ডিয়া উইমেন্স লীগে সাবিনার সঙ্গে ছিলেন আরেক ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। এবার শুধু সাবিনাকে পেতে চেয়েছিল সেথু এফসি। কিন্তু সাবিনা চাইনিজ তাইপের প্রিমিয়ার লীগে খেলার প্রস্তাব পাওয়ায় সেথু এফসিকে না করে দিয়েছিলেন। সেথু ইতিমধ্যে নেপালি খেলোয়াড় দিয়ে বিদেশি কোটা পূরণ করায় এবং চাইনিজ তাইপের ভিসা না পাওয়ায় এ বছর দেশের বাইরে লীগ খেলায় অনিশ্চিত হয়ে পড়েছিল সাবিনার। তবে চাইনিজ তাইপের লীগে খেলা না হলেও আবার ভারত মাতানোর সুযোগ পেয়ে খুশি সাবিনা। ভারত রওয়ানা দেয়ার আগে সাবিনা বলেন, ‘ওয়ার্ক পারমিট না পাওয়ায় আমার ভিসা হয়নি চাইনিজ তাইপের। তাই সেখানে খেলতে যাওয়া হয়নি। মনে করেছিলাম, এ বছর আর বাইরে খেলা হয়তো হবে না। কারণ, আমি না করে দেয়ার পর আমার পুরনো দল সেথু এফসিও বিদেশি কোটা পূরণ করে ফেলে নেপাল থেকে খেলোয়াড় এনে। তারপর হঠাৎ কেরালা থেকে প্রস্তাব আসে। আমি ওখানে ভালো খেলে দেশের সুনাম বাড়াতে চাই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us