ড. এমদাদুল হক মহাকালের সিঁড়িটি কোনদিকে? সবদিকে। কিন্তু একজন যদি সবদিকে যায়, তবে কোনোদিকেই যায় না। সে শুধু ঘুরে আর ঘুরে। সবকিছু একটু একটু জানার চেষ্টা করলে কিছুই জানা যায় না। একটি ভালো করে জানলে সবকিছুই একটু একটু জানা হয়ে যায়। সব পথেরই নিজস্ব মূল্য আছে, কিন্তু মূল্য বুঝতে হলে সব সামর্থ্য চলার পথে …