‘সামাজিক যোগাযোগ মাধ্যমই অনেকটা বিরোধী দলের ভূমিকা পালন করছে’

মানবজমিন প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০০:০০

এখন সামাজিক যোগাযোগ মাধ্যমই অনেকটা বিরোধী দলের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। তারা আরো বলেন, সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিকতা বাড়াতে হবে। গতকাল ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘গণতন্ত্রের জন্য গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ভয়েস’ এই আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.গীতি আরা নাসরিন বলেন, ভুয়া সংবাদ যাতে না আসে সেজন্যই তো সাংবাদিকদের নিউজটা দিতে হবে আগেভাগেই। তাহলে তো বিভ্রান্তি তৈরি হবে না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমই অনেকটা বিরোধী দলের ভূমিকা পালন করছে। সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বহুমাত্রিকতা বাড়াতে হবে। নেটওয়ার্ক তৈরি করতে হবে। সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, মিডিয়ার সংখ্যা অনেক বেড়েছে কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। ভুয়া সংবাদ বা মিথ্যা সংবাদের দায়-দায়িত্ব সম্পাদকগণকেই নিতে হবে। কোনো একটি খুনের ঘটনায় একেক পত্রিকা একেক শিরোনাম ও ভিন্ন নিউজ পরিবেশন করে। তাহলে পাঠকরা বা সাধারণ মানুষ কীভাবে ঘটনার সত্যতা খুঁজে পাবেন। ব্যারিস্টার জোতির্ময় গুহ বলেন, সংবাদপত্র এখন কর্পোরেটদের স্বার্থ রক্ষা করছে। ৫৭ ধারা অপব্যবহার আরো বাড়ছে। শহিদুল হকের বিরুদ্ধে মামলা ও হয়রানি তার বড় উদাহরণ। ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সেলিম সামাদ, পেন ইন্টারন্যাশল এর ড.আইরিন জামান প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us