বড়লেখায় রাস্তা বন্ধ করতে না পারায় ৫ পরিবারের বিরুদ্ধে মামলা

মানবজমিন প্রকাশিত: ০১ মে ২০১৯, ০০:০০

বড়লেখায় প্রতিবেশির বসতবাড়ির চলাচলের রাস্তা জবর দখলে ব্যর্থ হয়ে প্রভাবশালীরা সাজানো মামলা দিয়ে ৫ দরিদ্র পরিবারের ১৩ সদস্যকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। মামলা-হামলার ভয়ে দরিদ্র পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের বসতঘর তৈরির নির্মাণ সামগ্রী ইট বালি রড খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে।এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল স্কুলটিলা (ডিমাই) গ্রামের মৃত ইশাদ আলীর বিধবা স্ত্রী মমতা খাতুন প্রায় ৩ বিঘা ভূমিতে ৪০-৫০ বছর ধরে ছেলে তাজউদ্দিন, বিধবা মেয়ে আফতারুন নেছা আতাইসহ নাতি নাতনি নিয়ে বসবাস করছেন। হতদরিদ্র বিধবা মমতা খাতুনসহ ৫ পরিবারের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তায় গত ৬ই মার্চ হঠাৎ প্রভাবশালী প্রতিবেশী মিনহাজুল ইসলাম মাতাব ও তার ভাই সুরমান আলী পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। অপর অংশে কলাগাছ ও সুপারি গাছ রোপণ করতে থাকলে বৃদ্ধা মমতা খাতুন, মেয়ে বিধবা আফতারুন নেছা আতাই, আলাউদ্দিনসহ আত্মীয়-স্বজনরা কাজে তাদেরকে বাধা দেন। এসময় প্রভাবশালী মিনহাজুল ইসলাম মাতাব ও তার ভাই সুরমান আলীর নেতৃত্বে দা-লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় আহত আফতারুন নেছা আতাই প্রভাবশালী মিনহাজুল ইসলাম মাতাব, সুরমান আলী গংদের বিরুদ্ধে থানায় মামলা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজ উদ্দিন জানান, উভয় পক্ষ একে অপরের প্রতিবেশী। রাস্তা ও ভূমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। মিনহাজুল ইসলাম মাতাবের মামলায় উল্লেখ করা সব অভিযোগ সত্য নয়। তিনি উভয় মামলার আপস-মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us