শ্রীলঙ্কার হামলায় শোবিজ তারকাদের শোক

মানবজমিন প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে বোমা হামলার ঘটনায় শোকে স্তব্ধ বাংলাদেশের মানুষও। সবাই যার যার মতো করে শোক প্রকাশ করছেন। শোকাহত দেশিয় শোবিজ তারকারাও। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শো প্রকাশ করেছেন তারকারা। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, কতগুলো জীবন! নিজেদের মাহাত্ম্য প্রমাণের জন্য চার্চের নিরীহ মানুষদের মেরে কতগুলো নির্বোধের এ কেমন সন্ত্রাসী কর্মকা-! এই ভয়াবহতার চিত্র যাতে দেখতে না হয়, সে জন্য সারা দিন অনলাইন এড়িয়ে চলেছি। ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান লিখেছেন, ৫শ আহত, ২৯০ জনের বেশি নিহত। আমাদের সামনে খাবার, তাদের শরীরগুলো ছড়িয়ে আছে মেঝেতে। আমরা ফেসবুক-হিরো, তারা জীবন্ত শিকার। আমরা জীবিত, তারা নিহত। কন্ঠশিল্পী এসডি রুবেল লিখেছেন, মর্মান্তিক একটি ঘটনা এটি। যারাই এই বোমা হামলায় নিহত হয়েছেন তাদের জন্য মন থেকে প্রার্থনা করছি। অনেক বোমা হামলায় নিহত জায়ানকে নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, জায়ানতোমার মায়াভরা মুখটা বলে দেয়,এই নোংরা পৃথিবীটা বাসের অযোগ্য...কষ্ট লাগে তোমার জন্য,তোমার আপনজনদের জন্য...পিতা হিসেবে সকল শিশুর জন্য...এমন পৃথিবী আমরা চাইনি.... চিরকুট ব্যান্ডের শিল্পী শারমিন সুলতানা সুমী লিখেছেন, শ্রীলঙ্কা পৃথিবীর সুন্দরতম দেশগুলোর একটি। সেখানকার মানুষগুলো ভীষণ বন্ধুত্বপূর্ণ, ন¯্র ও অমায়িক। কয়েক বছর ধরে এই দেশ ও তার সংস্কৃতির সঙ্গে আমি জড়িয়ে আছি। দেশটিতে মানবজাতির জন্য অবমাননাকর ঘটনাটির খবর পড়ে আমার হৃদয় রক্তাক্ত হয়েছে। প্রার্থনা ও প্রত্যাশা করি, আমার বন্ধু কৌশল নবরতœ পেরেইরা, মিনলি পেইরিস, সুদরাকা অর্থনায়েকে, চঞ্চলা গুনবর্ধনা, শেনি ধর্মবর্ধনা, শালুক কোটাগামাসহ সবাই নিরাপদে আছেন এবং তাদের মনোবল ধরে রেখেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

Lanka orders fresh probe

৪ বছর, ৬ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us