সন্তান জন্মদানে সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ডাক্তারি সহায়তা দিতেন তিনি। কিন্তু সেই চিকিৎসা দিতে গিয়ে নিজেই হয়ে গেলেন ৪৯ সন্তানের বাবা। নেদারল্যান্ডসে রটারড্যাম এলাকায় ঘটেছে বিচিত্র এ ঘটনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডা. ইয়ান কারবাত নামে একজন ফার্টিলিটি চিকিৎসক ক্লিনিকের তত্ত্বাবধানে ছিলেন। তার ক্লিনিকে আসতেন সন্তান নিতে সমস্যা রয়েছে এমন নারী ও দম্পতিরা। সেখানে পুরুষের কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করা হতো। ফার্টিলিটি ক্লিনিকে দাতার পরিচয় গোপন রাখার বিধান রয়েছে। তবে অনেক সময় চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা শুক্রাণু দানকারীকে নিজেরা পছন্দ…