মেহেরপুরের গাংনীর সহড়াতলা সীমান্ত দিয়ে ভারতীয় রুপি পাচারের সময় ৯ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকাল ৬ টার সময় সহড়াতলা সীমান্তের ১৪২/৬ নং মেইন পিলারের কাছে হাজিরবাড়ির গেট নামক স্থান থেকে ভারতীয় রুপি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিওপি কমান্ডার আবদুল হাই।সহড়াতলা বিওপি কমান্ডার আবদুুল হাই জানান, চোরাকারবারীরা সকাল ৬ টার সময় ভারতীয় সীমান্তের তাঁরকাটার ওপর দিয়ে টাকা পারাপার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে মুখ বাঁধা একটি বস্তা ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় বস্তাটি উদ্ধার করে তার মধ্যে ৯ লাখ ৬০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তবে কাউকে এ ঘটনায় কাউকে করা সম্ভব হয়নি বলে জানান বিওপি কমান্ডার।