কিশোরগঞ্জে স্বাস্থ্য দিবসের বর্ণাঢ্য র‌্যালি

মানবজমিন প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

‘সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে র‌্যালিটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন (উপ-পরিচালক) ডা. মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রওশন আখতার জাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ এবং জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহাব বাদল। এতে অন্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ বক্তব্য রাখেন। র‌্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স এবং শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us