মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব, দাম পাচ্ছেন না মৌ চাষীরা, শুরুতেই হুমকির মুখে দেশের সম্ভাবনাময় মধু খাত
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ২১:১৪
মতিনুজ্জামান মিটু : এতে শুরুতেই হুমকির মুখে পড়েছে দেশের অন্যতম সম্ভাবনাময় এই এই খাত। স্থানীয় বাজারের প্রকৃত অবস্থার বর্ণনা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত¡ বিভাগের প্রফেসর মো. আহসানুল হক স্বপন জানালেন, চাহিদা পূরণে দেশে আনুমানিক ৭০ ভাগ মধু আমদানী করতে হয়। এতে অসম প্রতিযোগীতায় পড়ে দেশের মৌ চাষীরা পেরে উঠছেন না। স্থানীয় …