বিজেপির ওয়েবসাইট হ্যাক করে মোদিকে নিয়ে বাজে মন্তব্য
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ০২:৫০
হ্যাকারদের কবলে পড়েছে বিজেপির ওয়েবসাইট। মঙ্গলবার সকালে ওয়েবসাইটটি হ্যাক করা হয়। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, কোথা থেকে ঘটিয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে পুলওয়ামায় হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক যেভাবে তলানিতে এসে ঠেকেছে তাতে বিজেপি শিবিরের বিশ্বাস পাক হ্যাকাররাই সাইটটি হ্যাক করেছে।সূত্রের খবর, মঙ্গলবার সকালেই বিজেপির সাইটটি হ্যাক করা হয়। অনেক চেষ্টা করেও ওয়েবসাইটটি খোলা যায়নি। তার বদলে হোম পেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ফুটে ওঠে। মোদির একটি ভিডিও বিকৃত করে উপস্থাপন করা হয়েছে সেখানে।বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি করে কাজে নামে বিজেপির আইটি সেল। ওয়েবসাইটটি সাময়িক বন্ধ রাখে তারা। শুরু হয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য মুছে ফেলার কাজ। সাময়িকভাবে ব্লক করে দেওয়া হয়েছে সাইটটি। ফলে ওয়েবসাইটটিতে ঢুকতে পারছেন না কোন ভিজিটর। তবে হ্যাকারদের কবল থেকে ওয়েবসাইটটি উদ্ধার করার পর ফের সাইটটি সক্রিয় করা হবে বলে বিজেপি পক্ষ থেকে জানানো হয়েছে।