ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, হাতে হাত ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’, ‘আপনার নিষ্পাপ সন্তানকে, মাদকের নেশা থেকে বাঁচান’, ‘মাদক বেচে যারা, সমাজের শত্রু তারা’, ‘মাদক মানে মরণ বিষ, তবে কেন মাদক নিস’ ‘জ্ঞানের আলোই বিলীন হোক হতাশা ও মাদক, আসুন সবাই মিলে দেশকে ভালোবাসি, মাদককে না বলি’ এই স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানসমুক্তি পাঠাগার নামের একটি সংগঠন। গতকাল সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে দক্ষিণ আড়পাড়া বৈশাখী তেলপাম্প এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মানসমুক্তি পাঠাগারের সদস্য ও কুষ্টিয়া র‌্যাবের এএসপি মাসুদ রানা, পুলিশের এসআই আবদুল খায়ের, মানসমুক্তি পাঠাগারের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাবিক আহমেদ, সাখাওয়াত হোসেন, রাজু আহমেদ, রাসেল, কামাল উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক প্রতিরোধ করতে পাড়ায় পাড়ায় সচেতনতা বাড়াতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us