বগুড়া: ঋতুবৈচিত্রের ধারায় এসেছে ফাল্গুন। মাঝখানে আরেকটি মাস পেরুলে তবেই আসবে প্রকৃতির তাণ্ডব বলে পরিচিত কালবৈশাখী। অবশ্য অনেক সময় চৈত্রের বিদায় বেলায় মেঘ-বৃষ্টির লুকোচুরি চলে সেই প্রকৃতিতে।