শান্তিপূর্ণ পরিবেশে এফডিসিতে চলছে ভোট গ্রহণ

আমাদের সময় প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ১১:৪৩

টান টান উত্তেজনা আর উৎসব মুখর পরিবেশে শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়। দ্বিবার্ষিক এই নির্বাচনে ভোট দিতে অংশ নিচ্ছেন সাধারণ পরিচালকরা।২০১৯-২০ মেয়াদের এই নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল প্রচারণা। বিকেল পাঁচটায় শেষ হবে ভোটগ্রহণ।নির্বাচন কমিশন সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, নির্বাহী পরিষদের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। দুই প্যানেল থেকে ৩৮ জন প্রার্থী লড়ছেন এবারের নির্বাচনে। তাদের সঙ্গে থাকছেন ৪ জন স্বতন্ত্র প্রার্থী।মোট ৪২ থেকে ভোটারদের প্রাপ্ত ভোটে নির্বাচিত ১৯ জন পরিচালককে নিয়ে নতুন কমিটি গঠন হবে। ২০১৯-২০ মেয়াদে পরিচালক সমিতির নির্বাচনে মোটা ভোটার ৩৬২ জন।সভাপতি পদপ্রার্থী মুশফিকুর রহমান গুলজার বলেন, সকাল ৯ টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। একাধিক অসুস্থ নির্মাতাও ভোট প্রদানের জন্য আসছেন৷ এমনকি হুইল চেয়ারে বসে পরিচালক সালাহউদ্দিন জাকি ভোট দিয়েছেন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ।সাংস্কৃতিক ও ক্রিয়া সচিব পদপ্রার্থী নির্মাতা শাহীন কবির টুটুল সকাল ১১ টার দিকে জানান, সকাল বলে ভোটারের উপস্থিতি কম। দুই ঘন্টায় ৫০ টির মতো ভোট পড়েছে। আশা করছি, নামাজের পর ভোটারের উপস্থিতি বাড়বে।একটি প্যানেল থেকে থাকছেন বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বাদল খন্দকার এবং মহাসচিব পদে থাকছেন বজলুর রাশেদ চৌধুরী। নির্মাতা সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করছেন।সিনেমার পরিচালকদের এই নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে আছেন আবদুল লতিফ বাচ্চু। আরও দুই সহকারী কমিশনার হিসেবে আছেেন শফিকুর রহমান ও ডি এইচ নিশান। নির্বাচন কমিশনের আশা, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us