অর্থ মন্ত্রণালয় আগের মতো আর চলবে না : মুস্তফা কামাল

আমাদের সময় প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০১৯, ১০:৫৯

অর্থ মন্ত্রণালয় বদলে যাবে। এতদিন যেভাবে চলছিল সেভাবে আর নয়। আগামীকাল থেকেই নতুন করে কাজ শুরু হবে। মন্ত্রণালয়ের পরিসরও অনেক বাড়বে। গতকাল রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আ হ ম মুস্তফা কামাল এ মন্তব্য করেন। মুস্তফা কামাল বলেন, আমার শিক্ষা ও অর্জিত জ্ঞান দিয়ে অর্থ মন্ত্রণালয়কে এগিয়ে নেব। গত ৫ বছর পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে থাকা মুস্তফা কামাল বলেন, মিথ্যা আশ্বাস দেব না। আমি ফেল করব না। প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাব। তিনি আরও বলেন, আমি আগে দেখব কোন কোন জায়গায় কী ধরনের সমস্যা আছে বা কী অবস্থায় আছে; তার পর কাজ করব। আমি কাজ করব নাম্বার-বেজ, অবজেকটিভ-বেজ এবং টাইম-বেজ। বিনিয়োগ এবং ব্যাংকিং খাত প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, সব সমস্যার সমাধান হবে। আমি সে লক্ষ্যেই কাজ করব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us