নেপথ্যে ভরাট কণ্ঠে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের লোকজ সংগীত সাধনার দীর্ঘ পথচলার কষ্টমাখা বর্ণনা। ফাঁকে ফাঁকে চলে লোকজ সুরের ছন্দের সঙ্গে নান্দনিক দলীয় নৃত্য। কাহিনির বর্ণনা, লোকজ সুর আর নৃত্যের ছন্দে মুগ্ধ দর্শক। শত দর্শকহৃদয়ে মুগ্ধতার এই আবহ ছিল শনিবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নৃত্য উৎসব মঞ্চে ভারতের ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ নৃত্য দলের মাটির মানুষ...