পশ্চিমবঙ্গে লোকনাথবাবার আশ্রমে পদপিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কচুয়াতে লোকনাথবাবার আশ্রমে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি পুণ্যার্থী। প্রতি বছরের মতো এ বছরও লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে কচুয়ার মন্দিরে বৃহস্পতিবার রাত থেকেই লাইন দিয়েছিলেন পুণ্যার্থীরা। অতিরিক্ত ভিড়ের চাপে ভেঙ্গে গিয়েছিল দেয়াল। এরপরেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সবাই। তাতেই চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।  আহতদের মধ্যে বেশ  কয়েকজনকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ন্যাশনাল মেডিক্যাল কলেজে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি। লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধামে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এসেছিলেন লোকনাথবাবার মাথায় গঙ্গাজল ঢালতে। বৃহস্পতিবার রাত থেকেই ভিড় বাড়ছিল মন্দিরে। শুক্রবার ভোর তিনটের সময় অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ায়, তা সামাল দিতে হিমশিম খেয়েছে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  রাত তিনটের সময় আচমকাই ভিড়ের চাপে ভেঙে গিয়েছে মন্দিরের সামনে পুকুরের ধারের পাচিল। অনেকেই জলে পডে গিয়েছেন। পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন। এই দুর্ঘটনার পরই বাড়িয়ে দেওয়া হয়েছে কচুয়ার নিরাপত্তা। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযোগ, ভিড় বাড়লেও মন্দির কর্তৃপক্ষের তরফে তা সামাল দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। পুণ্যার্থীদের অভিযোগ, প্রতিবার ভিড় সামলাতে লকগেটের ব্যবস্থা থাকলেও এবার তা ছিল না। ফলে বহু মানুষের সমাগমে পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us