মঞ্চের মানুষ দেশদ্রোহী হতে পারে না: নূনা আফরোজ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৯, ১৮:০১

সাহিত্য ঋষি, দার্শনিক, গবেষক, বাউল, সাধক- কী এমন উপমা নেই, যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যায় না! জানি, রবীন্দ্রনাথে খানিক ডুব দিলেই এমন জিজ্ঞাসা জাগে। বিশ্বসাহিত্যের অন্যতম এই কাণ্ডারিকে নিয়েই যত ধ্যান-জ্ঞান-সাধনা গুণী অভিনেত্রী, নাট্যকার, নির্দেশক নূনা আফরোজের। রবীন্দ্রনাথকে নিয়ে তার চিন্তার যথাযথ প্রকাশ ঘটাতেই নাট্যদল ‘প্রাঙ্গনেমোর’ গড়ে তোলেন ‘আমি ও রবীন্দ্রনাথ’খ্যাত দাপুটে এই মঞ্চাভিনেত্রী। সংস্কৃতি অঙ্গনে তার শুরুটা হয়েছিল আবৃতি দিয়ে, বরিশাল শহরে। আবৃত্তি থেকেই অভিনয়ের সঙ্গ সম্পৃক্ত হন তিনি। ঢাকায় এসে কাজ শুরু করেন নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে। এই নাট্যদলটির সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর প্রতিষ্ঠান করেন নিজের নাট্যদল ‘প্রাঙ্গনেমোর’। রবীন্দ্র চেতনাকে সকলের কাছে পৌছে দেওয়াই নাট্যদলটির লক্ষ। অভিনয়, রবীন্দ্রনাথ, নাট্যভাবনা’সহ বিভিন্ন বিষয়ে নূনা আফরোজের সঙ্গে হয়েছে বাংলানিউজের। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us