শিবগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৪ ধর্ষক আটক

মানবজমিন প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০০:০০

শিবগঞ্জে চার সন্তানের জননীকে পালাক্রমে গণধর্ষণের ঘটনার পরবর্তী দুইদিনে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ২ আসামিকে আটক করতে পুলিশি অভিযান চলছে। এদিকে এই লোমহর্ষক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। আটক ধর্ষকরা হলো, উপজেলার পূর্বসৈয়দপুর এলাকার ফজলুল হক মাস্টারের ছেলে জিহাদ হোসেন, বাবলু শেখের ছেলে মানিক মিয়া, মৃত আজিজার রহমানের ছেলে হারুন মিয়া ও আব্দুর রশিদের ছেলে খোকন মিয়া।এর মধ্য জিহাদ হোসেন ১৬৪ ধারায় ঘচনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এদিকে সোমবার ওই ধর্ষিত মহিলার মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ওমর সানীর মোর এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন শনিবার ৬ জনের নামে শিবগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগী ঐ নারী। মামলা সূত্রে জানা যায়,উপজেলার দক্ষিন দহপাড়া এলাকার স্বামী পরিত্যক্তা ঐ মহিলার এক সন্তান পার্শ্ববর্তী সোনাতলা উপজেলায় চাকরি করে। শুক্রবার রাতে তার সন্তানের সঙ্গে দেখা করে ৪৫ হাজার টাকা সঙ্গে নিয়ে সোনাতলা থেকে ফেরার পথে সৈয়দপুরের ওমর সানীর মোর এলাকায় আসলে অভিযুক্ত ছয় যুবক অটোভ্যান আটকিয়ে তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী নির্জন এক কলার বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই মহিলার আর্তচিৎকার করলে তাকে মারপিট করে বখাটেরা। শারীরিক নির্যাতনে ঐ মহিলার একটি দাঁত পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্বজনদের সহায়তায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।তার জবানবন্দি অনুসারে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত জিহাদ হোসেনকে আটকও করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ পর্যন্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৬ আসামির মধ্য ৪ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এদিকে এ লোমহর্ষক ঘটনার সঙ্গে সম্পৃক্ত ওই পাঁচ বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us