কেন্দুয়া পৌরসভার বাজেট ঘোষণা

মানবজমিন প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০০:০০

কেন্দুয়া পৌরসভার নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০১৯-২০২০ অর্থবছরের ১২ কোটি ৮৬ লাখ ২৮ হাজার ২৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঁইয়া গতকাল দুপুরে বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে রাজস্ব খাতে ১ কোটি ৭০ লাখ ২ হাজার ৫৩২ টাকা আয়ের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২ হাজার ৫৩২ টাকা এবং স্থিতি ধরা হয়েছে ১ লাখ টাকা। অপর দিকে উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৬ লাখ ২৫ হাজার ৭৬৮ টাকা। পৌর মিলনায়তনে বাজেট বক্তৃতায় মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ বিশুদ্ধ ও নিরাপদ পানি সহজলভ্য করার জন্য পানি সরবরাহ ব্যবস্থা চালু, যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা-ড্রেন নির্মাণ ও সংস্কার, বৃক্ষরোপণ, সড়ক বাতি সম্প্রসারণ খাতে যথাযথ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব দেবাশীষ দাস, সহকারী পৌর প্রকৌশলী মাহমুদুল ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us