করলাগাছের বাড়ন্ত লতা উড়ালসড়ক ছুঁইছুঁই। মরিচগাছটিতে ছোট ছোট সাদা ফুল ফুটেছে। বটগাছটি মাথা উঁচু করে জানান দিচ্ছে ভবিষ্যতে ছায়া দেওয়ার সক্ষমতার কথা। ডালপালা মেলেছে ঔষধি নিমগাছ। মনে হতে পারে এটা কোনো নার্সারি কিংবা গ্রামীণ কোনো দৃশ্যপট। তবে তা নয়। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে যাত্রাবাড়ী চৌরাস্তার এক অংশের দৃশ্য এটি।
একসময় উড়ালসড়কের নিচের ওই জায়গা ছিল ভাগাড়। আশপাশের লোকজন...