এবার ভুবনেশ্বরকে নিয়ে শঙ্কা

মানবজমিন প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০০:০০

শিখর ধাওয়ানের পর এবার ইনজুরিতে পরেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়েন ভুবনেশ্বর। তাতে ভুবনেশ্বর কুমারের পরবর্তী কয়েকটি ম্যাচ খেলা অনিশ্চিত হয়ে পড়লো। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান ইনিংসের পঞ্চম ওভারের মাথায় বল করার সময় ক্রিজে পা পিছলে ভুবনেশ্বরের। হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি। পরে ম্যাচে আর বল করেননি তিনি। এবং মাঠ ছেড়ে যান। ভারতের হয়ে প্রথম দুই ম্যাচে ৫ উইকেট পান ভুবেনশ্বর কুমার। পাকিস্তানের বিপক্ষে ২.৪ ওভার বল করে কোনও উইকেট তুলতে না পারলেও মাত্র ৮ রান খরচ করেন। ম্যাচের শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানান, সম্ভবত বিশ্বকাপে ভারতের পরবর্তী দু-তিনটি ম্যাচে খেলতে পারবেন না ভুবি। বিরাট বলেন, ‘ভুবনেশ্বরের হালকা চোট লেগেছে। বল করার সময় ফুটমার্কে পিছলে যায় সে। পরের দু’টি, সম্ভবত তিনটি ম্যাচে খেলতে পারবেনা ভুবেনশ্বর। তবে টুর্নামেন্টের পরবর্তী সময়ে নিশ্চিত তাকে আমরা মাঠে পাবো। ভুবনেশ্বর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।’এর আগে শিখর ধাওয়ান অস্ট্রেলিয়া ম্যাচে চোট পেয়ে গোটা বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেও কোনও পরিবর্ত নেয়নি ভারত। ঋষভ পান্তকে স্ট্যান্ড বাই হিসাবে দলের সঙ্গে ডেকে নেওয়া হলেও টিম ম্যানেজমেন্ট ধীরে সুস্থে এগতে চাইছে। পরিস্থিতির গুরুত্ব অনুভব করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান কোহলিরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us