একেই বলে কূটাভাষ। খোকা ঘুমাল পাড়া জুড়াল—অযুতবিশ্রুত এই ঘুমপাড়ানি ছড়ার ভাষ্যমতে, এমন একটা সময় ছিল, যখন খাজনা দেওয়ার সামর্থ্য না থাকায় বর্গীর ভয়ে তটস্থ থাকত মানুষ। ব্রিটিশ আমলেও গরিব প্রজাদের কাছ থেকে অত্যাচারী জমিদারেরা নিষ্ঠুরভাবে খাজনা আদায় করতেন। এখন অন্তত টাঙ্গাইলের সখীপুরের ১৪টি মৌজার ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র।
এই ১৮টি মৌজার বাসিন্দারা সরকারকে খাজনা দেওয়ার চেষ্টা...