বিএনপির একক প্রার্থী ‘সিরাজ’

মানবজমিন প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০০:০০

বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। দলীয় কার্যালয়ে বিদ্রোহী গ্রুপের তালা ঝুলানোর কারণে কার্যালয়ে না গিয়ে শহরের রিয়াজ কাজী লেনে সাবেক এমপি হেলালুজ্জামান লালুর বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ার পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই করে পৌর মেয়র পদ থেকে পদত্যাগ না করায় একেএম মাহবুবর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়। বগুড়া জেলা রিটার্নিং অফিসার আমার এবং অপর প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র গৃহীত হওয়ার পর দলের নীতি নির্ধারক পর্যায় থেকে আমাকে দলীয় প্রতীক গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এ কারণে আমিই বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি । সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক এড. সাইফুল ইসলাম সাবেক সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us