ঘনশ্যাম দাস বিড়লা এ জন্য ১৮ স্টোর রোডের (বর্তমান ১৯ এ গুরুসদয় রোড) প্রাসাদোপম বাড়িটি উৎসর্গ করে দেন জাতির উদ্দেশে। এখানেই ১৯৫৯-এর ২ মে উদ্বোধন হয় দেশের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা, পরে যার নাম হয় বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহালয়।