ছোটপর্দার ‘লাভার বয়’ সজল। তবে এখন এই অভিনেতা শুধু প্রেম-ভালোবাসাতে নেই। নিজেকে একের পর এক ভাঙছেন। যেন নিজেই নিজের সঙ্গে প্রতিযোগিতা করছেন। ছোট পর্দায় এখন যে কজন অভিনেতা নিয়মিত অভিনয় করছেন তাদের মধ্যে সজল অন্যতম। দর্শক ও নির্মাতাদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা এই অভিনেতার। সজল বলেন, এখন প্রতিযোগিতার সময়। তবে সেই প্রতিযোগিতা হলো ভালো কাজের। ভালো কাজের বিকল্প কিছু নেই। এই জন্য আমি সব সময় ভালো কিছু করার জন্য চেষ্টা করছি। এখন আর গতানুগতিক চরিত্রে আমি নেই। এবার ঈদের প্রতিটি নাটকে দর্শক আমাকে অন্যরকম সব চরিত্রে দেখবে। সজল সম্প্রতি একটি নাটকে সরকারি কলোনির গার্ড চরিত্রে অভিনয় করেছেন বলে জানান। নাটকের নাম ‘আহত বেলি ফুল ও সুগন্ধি কলোনি’। এটি নির্মাণ করেছেন সাহাদাত শাহেদ। এই নাটক প্রসঙ্গে তিনি বলেন, এমন চরিত্রে আগে অভিনয় করা হয়নি। চরিত্রটি বেশ চমৎকার। ভিন্ন লুকে দর্শকের সামনে আসছি। আমি চাই দর্শক আমাদের দেশীয় নাটক দেখুক। কিন্তু আমরা যদি দর্শকদের দেখার মতো কিছু দিতে না পারি তাহলে সেটি আমাদের ব্যর্থতা। এদিকে এই অভিনেতা ঈদের জন্য এরইমধ্যে ‘বাম দিক থেকে চলুন’ শিরোনামের আরো একটি নাটকের শুটিং শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ফেরদৌস হাসান রানা। ছোটপর্দার বাইরে এই অভিনেতার হাতে ‘হারজিৎ’ শিরোনামের একটি চলচ্চিত্র রয়েছে। এতে তার রিপরীতে অভিনয় করছেন নায়িকা মাহী। ছবিটির শুটিং শেষের দিকে বলে জানান তিনি। এটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন।