মেসেঞ্জারে সাধারণত যাওয়া হয় না। গত সপ্তাহে আচমকাই মেসেঞ্জারে ঢুকে বশির আহমদ নাম দেখে ওপেন করলাম। বশির আহমদ আমার নাতিন জামাই। পেট্রোবাংলার প্রকৌশলী ছিলেন। এখন থাকেন আটলান্টায়। ভালো লেখেন। পত্র-পত্রিকায় প্রায়ই তাঁর লেখা পড়ি। একটি ছবি পাঠিয়েছেন। লালপাড় সাদা শাড়ি পরিহিতা এক তরুণী, বগলে জাম্বো সাইজ এক ইলিশ, ওপরে লেখা, ইলিশ পাঠালাম। বাজারে আর কষ্ট করে যেতে হবে না। খেয়ে...