২০০৬ সালের ভারতীয় অরণ্য আইন সংশোধনের নামে জনজাতিদের বনভূমি থেকে উৎখাত করায় আদিবাসীদের মধ্যে দেখা দেয় তীব্র অসন্তোষ৷ বলা হচ্ছে ঔপনিবেশিক শাসনকালে অরণ্য আইন সংশোধনের নামে তা আরো কঠোর ও অমানবিক করার চেষ্টা চলেছে৷