‘এখন প্রায় নাটকের গল্পই কাছাকাছি ও গতানুগতিক’

মানবজমিন প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০০:০০

ছোট পর্দায় গেল ঈদে হানিফ সংকেতের নির্দেশনায় ‘শেষ-অশেষ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন কুসুম শিকদার। এটিই তার অভিনীত সর্বশেষ নাটক। তারপর থেকে এখন পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াননি এই অভিনেত্রী। অভিনয়ে নেই কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নিজ থেকেই অভিনয় করছি না। কারণ অভিনয় করার মতো গল্প-চরিত্র এখন পাই না। ক্যারিয়ারের এই সময়ে এসে নিজেকে অন্যদের মতো পর্দায় দেখানোর ইচ্ছে আমার নেই।  ভালো গল্প-চরিত্র ও নির্মাতা পেলেই অভিনয় করব। দর্শকদের অনেক ভালো ভালো কাজ দিয়েছি। তারা আমার কাছে যেমন প্রত্যাশা করেন তেমন কিছু দিতে চাই। তিনি আরো বলেন, গেল দু’বছরে শুধু একটি নাটকে অভিনয় করেছি। এরমধ্যে আর কোনো কাজ করিনি। এখন কি ভালো নাটক নির্মাণ হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে তার ভাষ্য, ভালো নাটক নির্মাণ হচ্ছে না এটি বলব না। তবে আবার খুব বেশি ভালো নাটক যে নির্মাণ হচ্ছে সেটিও বলা যাবে না। এখন প্রায় নাটকের গল্পই কাছাকাছি ও গতানুগতিক। ভালো নাটকের সংখ্যা কম হওয়াতে আমার সমসাময়িক অনেক শিল্পী নিয়মিত কাজ করছে না এটি কিন্তু সত্য। যে বিষয়টি বলতে চাই, সেটি হলো আমি নিজেকে উপস্থাপন করার মতো নতুন কিছু পাচ্ছি না। আমাদের টিভি নাটকের দর্শক ভারতীয় চ্যানেলে ঝুঁকে পড়েছে। ভারতীয় সিরিয়াল যেভাবে দর্শক দেখছে সেভাবে দেশীয় নাটক দেখছে না। এ নিয়ে আপনার মন্তব্য কি? কুসুম সিকদার বলেন, দর্শকদের ধরে রাখার মতো যে মন্ত্র প্রয়োজন সেটি ভারতীয় সিরিয়ালগুলোতে আছে। এ কারণে দর্শক নিজের দেশের চ্যানেল না দেখে সেসব চ্যানেলের সিরিয়াল দেখছে। আমাদের নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষদের দেখতে হবে দর্শকদের ধরে রাখার মন্ত্র কি? শুধু নাটকই নয়, ভারতীয় চ্যানেলগুলো নানা রকম ভিন্নধর্মী অনুষ্ঠান প্রচার করছে। আমাদের চ্যানেলগুলোতে শুধু একই ধরনের নাটক, টকশো এবং মিউজিক্যাল শো। দর্শক কেন দেখবে এগুলো? শোবিজে এই অভিনেত্রী দেড় যুগ ধরে অবস্থান করছেন। সাক্ষী হয়ে আছেন অনেক কিছুর। নতুন প্রজন্মের শিল্পীদের নিয়েও তিনি কথা বলেন আজকের আলাপনে। কুসুম সিকদার বলেন, নতুনদের মধ্যে অনেকেরই কাজের নিউজের চেয়ে ব্যক্তিগত প্রচার-প্রচারণা বেশি হয়। কাজ না করেই আলোচনায় আসতে চাইলে তারা আলোচনার মধ্যেই থাকবে। দর্শকের মনে জায়গা পাবে না। দর্শকের মনে ঠাঁই পাওয়ার জন্য ভালো কাজের প্রয়োজন। এর বিকল্প কিছু নেই। বর্তমানে ছোট পর্দার মতো বড় পর্দায়ও এই অভিনেত্রীর উপস্থিতি নেই। বড় পর্দায় সর্বশেষ ‘শঙ্খচিল’ ছবিতে দেখা গেছে তাকে। গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনায় এই ছবিটি নির্মাণ হয়েছে। এতে তিনি অভিনয় করেছেন কলকাতার সুপারহিট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে।  চলচ্চিত্র পসঙ্গে কুসুম সিকদার বলেন, চলচ্চিত্রে যারা নিয়মিত অভিনয় করে তাদের হাতেও এখন নতুন ছবি নেই। দু’একজন অভিনয় করছে। আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা কমে গেছে। দেশের চলচ্চিত্র এখন মহরতেই বন্দি।  অভিনয়ের আগে কুসুম সিকদারের সংগীতে হাতেখড়ি হয়। বেশ দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে তিনি গানে ফিরেন। মিউজিক ভিডিওটি প্রকাশের পর বেশ আলোচনা-সমালোচনায় আসে। নতুন গান নিয়েও পরিকল্পনা আছে বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, নতুন গান নিয়ে কাজ করব। তবে আবার কবে নতুন গান প্রকাশ করব সেটি নিশ্চিত নই। কিন্তু গান নিয়ে কাজ করার ইচ্ছে আছে। আলাপনের সবশেষে তার কাছে জানতে চাওয়া হয়, শোবিজে ব্যস্ততা নেই। তাহলে এখন সময় কাটছে কিভাবে? তিনি বলেন, পরিবারকে সময় দিচ্ছি। এছাড়া লেখালেখি করছি। সামনে ছোট গল্পের একটি বই প্রকাশ করার ইচ্ছে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us