শিশুর ছোট চোখজোড়ার ঝিলিক যেন মা-বাবার স্বপ্নের প্রতিফলনই। চোখজোড়ার সামনে আদুরে নকশার রোদচশমায় খুশিতে আটখানা হলো মমতামাখা মুখটা। পৃথিবীকে তো শৈশবেই রঙিন মনে হয়। রঙিন চশমা আক্ষরিক অর্থেই হয়তো এ সময়টার জন্য। বাজারের নানা চশমার দোকানে পাওয়া গেল শিশুর মনোহারি চশমার খোঁজ। বিক্রেতারাই জানালেন, চাহিদা বুঝে চশমার ধরন যেমন আলাদা হয়, দামেরও হয় তারতম্য। রোদ থেকে বাঁচতেই হোক আর...