এই মুহূর্তে ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম সুজন বলেন, এই মুহূর্তে রেলের ভাড়া বৃদ্ধি করার কোনো চিন্তা-ভাবনা নেই। তবে ভবিষ্যতে তা অন্যান্য পরিবহনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায় কি না, তা চিন্তাভাবনা করা হচ্ছে। রেল ভবনে কোরিয়ার হুন্দাই রোটেন কোম্পানির সঙ্গে রেলের লোকোমোটিভ (ইঞ্জিন) সরবরাহ চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে সই করেন প্রকল্প পরিচালক…