বগুড়ার শেরপুর পৌর শহরের কলাপট্টি ও ঘোষপাড়া মহল্লায় প্রায় তিন মাস ধরে চলছে সড়কের পাশে নালা নির্মাণের কাজ। গর্ত খুঁড়ে মাটি ফেলা হচ্ছে সড়কের ওপর। তা ছাড়া নালার গর্তের কাছে কোনো নিরাপত্তাবেষ্টনী নেই। এমনকি নেই সতর্কতামূলক সাইনবোর্ড। গভীর নালায় পড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে লোকজনকে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।
ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারী অন্তত ১০ জন প্রথম আলোকে বলেছেন, গর্ত খুঁড়ে মাটি ফেলা হচ্ছে সড়কের...