ফ্রেব্রুয়ারি এলেই কী এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে চলে বইমেলা চত্বরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড় থেকে হেঁটে যখন মেলায় পৌঁছাই, মনটা ভরে যায়। বইপ্রেমী এত মানুষ! এত তরুণ! ফের আশাবাদী হই। এদের কেউ বইয়ের খোঁজ নিতে এসেছে, কেউ এসেছে বই কিনতে। কেউবা নিতান্তই আড্ডা দিতে—বইয়ের আড্ডা, সাহিত্যের আড্ডা।এবারের বইমেলায় সব মিলিয়ে দিন পনেরো যাওয়ার সুযোগ হয়েছে আমার। তাতে যে অভিজ্ঞতা হলো, এককথায়...