যেটি এখন অমর একুশে বইমেলা—তার সূচনা একদিনে হয়নি। বাংলাদেশে বইমেলার সূচনা হয় স্বাধীনতা অর্জনের পরপরই—১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি, মুক্তধারা প্রকাশনীর কর্ণধার চিত্তরঞ্জন সাহার উদ্যোগে। ১৯৭২এ চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে গোড়াপত্তন করেন এই বইমেলার। বলা ভালো, এই ৩২টি...