লা লিগায় বর্তমানে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা কোচ দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদকে দুইবার লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। কিন্তু বার্সেলোনার মাঠে কখনও জয়ের স্বাদ তিনি পাননি। এবার দীর্ঘ সেই খরা কাটাতে মরিয়া এই আর্জেন্টাইন কোচ।
লিগের হাইভোল্টেজ ম্যাচে শনিবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে খেলবে আতলেতিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গত নভেম্বরের শুরুতেও লিগ টেবিলে আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু সবশেষ ছয় ম্যাচের স্রেফ একটিতে জিতেছে হান্সি ফ্লিকের দল। আতলেতিকো জিতেছে সবশেষ ছয় ম্যাচের সবকটি। দুই দলের পয়েন্ট এখন সমান। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। গোল পার্থক্যে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো।