মা হওয়াটা বোকামি: রাধিকা

যুগান্তর প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন।  ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন তিনি। পরের বছর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন তারা।  বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী।  তিনি মা হওয়াকে ‘বোকামি’ বলেই সম্বোধন করেছেন। 


কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।  রাধিকা জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকার কথায়, ‘আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কি না, এই ভেবে।’


অন্তঃসত্ত্বা হওয়ার পরেও জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এসব নিয়ে কখনোই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়ত তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।’


বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের লন্ডনে। সেখানে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ চলচ্চিত্রটি। সেখানে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত চমকে দেন সবাইকে। এর কারণ হলো অভিনেত্রীর মা হতে যাওয়ার খবরটি এতদিন গোপন ছিল। আর অনুষ্ঠান মঞ্চে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন রাধিকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us