হোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩

বিশ্বে ২০০ কোটিরও বেশি কল প্রতিদিন আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের আরও উন্নত যোগাযোগ অভিজ্ঞতা দিতে অ্যাপটি তাদের কল করার সুবিধায় কিছু পরিবর্তন এনেছে। নতুন সুবিধার ফলে গ্রুপ কল, ভিডিও ইফেক্ট ও ডেস্কটপ অ্যাপ ব্যবহারকে আরও সহজ, গতিশীল এবং আনন্দময় করে তুলবে।


হোয়াটসঅ্যাপ এবার গ্রুপ কল সুবিধায় নির্দিষ্ট অংশগ্রহণকারী বেছে নেওয়ার সুযোগ যোগ করেছে। আগে গ্রুপ চ্যাট থেকে কল শুরু করলে পুরো গ্রুপের সবাই এতে অন্তর্ভুক্ত হতেন। এখন থেকে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কয়েকজনকে নির্বাচন করে কল করতে পারবেন। বিশেষ পরিকল্পনা বা ব্যক্তিগত আলোচনা, যেমন সারপ্রাইজ পার্টির আয়োজন বা উপহার বিনিময়ের পরিকল্পনায় এই সুবিধাটি বিশেষভাবে কার্যকর হবে।

ভিডিও কলে নতুন ইফেক্টের সংযোজন হয়েছে। ভিডিও কলকে আরও আকর্ষণীয় করতে হোয়াটসঅ্যাপ নতুন কিছু মজার ইফেক্ট এনেছে। এখন ব্যবহারকারীরা কুকুরের কান, পানির নিচে থাকার ভঙ্গি কিংবা ক্যারাওকের মাইক্রোফোনের মতো দশটি ভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই মজার ইফেক্ট ব্যক্তিগত এবং গ্রুপ ভিডিও কলকে আনন্দময় করবে এবং বৈচিত্র্য যোগ করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us