বিদায়ী আওয়ামী লীগ সরকারের শেষ এক অর্থবছরে বাংলাদেশের বিভিন্ন খাতে চীন ও ভারতের বিনিয়োগ বেশ বেড়েছে। সর্বশেষ গত ২০২৩–২৪ অর্থবছরে চীন থেকে বিনিয়োগ আগের অর্থবছরের চেয়ে চার গুণ এবং ভারতের বিনিয়োগ বেড়ে দ্বিগুণ হয়েছে। অবশ্য তাতেও সামগ্রিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। গত তিন অর্থবছরের মধ্যে ২০২৩–২৪ অর্থবছরেই সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, বিদায়ী অর্থবছর দেশে ১৪৭ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এই বিনিয়োগ ২০২২–২৩ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৮০ শতাংশ কম। ২০২২–২৩ অর্থবছরে ১৬১ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছিল। ২০২১–২২ অর্থবছরে এসেছিল ১৭২ কোটি ডলার। এদিকে গত অর্থবছর শেষে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ কোটি ডলারে।