লিগ শুরু হয়ে গেছে গত শুক্রবার। আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। গত দুই মৌসুমের ধারাবাহিকতায় এবারও খেলা হবে প্রতি মঙ্গলবার। তবে এবার প্রথম দিনই মাঠ–বিতর্ক ছায়া ফেলেছে ৪৪ বছরের পুরোনো এই টুর্নামেন্টে। কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের জন্য কতটা উপযোগী, বিতর্কটা এ নিয়েই।
আজ কুমিল্লায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ পুলিশ ও ফর্টিস এফসি। কুমিল্লার মাঠে গত কয়েক দিন ক্রিকেট হওয়ার পর ফুটবলের জন্য মাঠ উপযোগী করার কাজ শুরু হয়েছে গতকাল।