আঁচিল থেকে কি ক্যান্সার হতে পারে? করণীয় কী?

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৬

আচিল বিরক্তিকর ও দৃষ্টিকটু ত্বকের সমস্যা। এটা যতটা সৌন্দর্য নষ্ট করে, ততটা ক্ষতিকর নয়। তবে আঁচিলকে হেলাফেলা করাও ঠিক হহবে না। অনেক সময় আঁচিল থেকে ক্যান্সার হতে পারে।


আঁচিল আসলে ত্বকের একটি সাধারণ সমস্যা। ত্বকের কোষের অস্বাভাবিক বৃদ্ধি বা ভাইরাসের কারণে আঁচিল হতে পারে। এটি সাধারণত মানব প্যাপিলোমা ভাইরাসের (HPV) কারণে ঘটে। 


সাধারণত আঁচিল ত্বকের বাইরে থাকে। এটা শরীরের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে না এবং এতে ক্যান্সারের ঝুঁকি কম। তবে কিছু নির্দিষ্ট ধরনের আঁচিল ক্যান্সারের ঝুঁকি থাকে। 


আপনার শরীর আঁচিল ক্যান্সারে রূপ নিচ্ছে কিনা কীভাবে বুঝবেন?


যদি আচিল ক্রমাগত পরিবর্তিত হয়, রং বা আকারে বদল হয়, রক্তপাত হয় বা ব্যথা অনুভূত হয়, তাহলে একে অবহেলা করা উচিৎ হবে না। তখন এটা  ত্বকের ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে।


HPV ভাইরাসের কারণে হওয়া জেনিটাল আঁচিল কিছু ক্ষেত্রে জরায়ু, পায়ুপথ বা গলার ক্যান্সারের কারণ হতে পারে। তাই সাবধান হওয়া জরুরি।


করণীয়


আচিলের রং, আকার বা গঠনে পরিবর্তন হলে সতর্ক হোন। আচিল থেকে রক্তপাত, প্রদাহ বা চুলকানি হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।


আঁচিল দীর্ঘস্থায়ী হলে বা দ্রুত বৃদ্ধি পেলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us