পড়ালেখায় এআই টুল ব্যবহার মানেই কিন্তু ‘কপি-পেস্ট’ নয়। কার্যকরভাবেও শিক্ষার্থীরা এআই টুল ব্যবহার করতে পারেন। এমনই কয়েকটি টুল (ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপ) সম্পর্কে জেনে নেওয়া যাক।
গ্রামারলি
নানা প্রয়োজনে ক্লাসের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ই–মেইলও লিখতে হয় ইংরেজিতে। ইংরেজি লিখতে গিয়ে অনেকেরই বানান বা ব্যাকরণগত ভুল হয়। এ ক্ষেত্রে এআই নির্ভর ওয়েবসাইট গ্রামারলি বেশ কাজের, যেখান থেকে শিক্ষার্থীরা যেকোনো ইংরেজি লেখার বানান ও ব্যাকরণগত ভুল ঠিক করে নিতে পারেন। দ্রুতগতিতে ব্যাকরণ, বানান, বিরামচিহ্ন ও লেখনশৈলী ঠিক করার পাশাপাশি লেখার ধরন উন্নত করতে কাজ করে গ্রামারলি। আপনার লেখার কোথায় কী ধরনের ভুল হচ্ছে, কীভাবে সেগুলো শুধরে নেওয়া যায়, চাইলে গ্রামারলি ব্যবহার করে শিখে নিতে পারেন। ওয়েবসাইট দেখতে ক্লিক করুন এখানে।
নোশন অ্যাপ
এখন দেখা যায় বিশ্ববিদ্যালয়ে চারটা কোর্সের চারটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আবার ক্লাসের ভেতর যখন গ্রুপ প্রজেক্ট জমা দিতে হয়, সেসবের জন্য আলাদা গ্রুপ খুলতে হয়। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, ক্লাস প্রেজেন্টেশনসহ নানা কাজে শিক্ষার্থীরা পুরো সপ্তাহ ব্যস্ত থাকেন। সবকিছু মাথায় রাখা কঠিন। এই সমস্যা সমাধানে নোশন অ্যাপ বেশ কার্যকর। বিভিন্ন কাজের তথ্য, প্রয়োজনীয় নোটিশের ছবি, লেখাসহ নানা কিছু এই অ্যাপে সংরক্ষণ করে রাখা যায়। ক্লাস নোট নেওয়া, বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও গ্রুপের কাজ ব্যবস্থাপনাসহ দৈনন্দিন সব কাজের তথ্যাদি তালিকা আকারে রাখতে নোশন অ্যাপ ব্যবহার করতে পারেন। ওয়েবসাইট দেখতে ক্লিক করুন এখানে।
চ্যাটজিপিটি
শিক্ষার্থীদের কাছে চ্যাটজিপিটিই সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। এমনকি গুগল সার্চের বদলেও অনেকে তথ্য অনুসন্ধানের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেছেন। বন্ধুর সঙ্গে গল্প করার মতো করেই আপনি চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনের কাজ গুছিয়ে নিতে অনেকে চ্যাটজিপিটি ব্যবহার করেন। পরীক্ষার আগে নিজেকে যাচাই করার জন্যও আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে আপনি যদি চ্যাটজিপিটিকে প্রশ্নপত্র তৈরি করে দিতে বলেন, সে চমৎকার সাড়া দেবে। ফলে মডেল টেস্ট দেওয়া সহজ হয়ে যাবে। তবে ‘কপি-পেস্ট’ করা যাবে না একদমই। কোনো টেক্সট চ্যাটজিপিটি বা এআইয়ের সাহায্য নিয়ে লেখা কি না, তা-ও কিন্তু এআই ব্যবহার করেই বের করে ফেলা যায়। ওয়েবসাইট দেখতে ক্লিক করুন এখানে।