গ্রাহকের কাছে বিদ্যুৎ ‘বেচতে পারবে’ বেসরকারি বিদ্যুৎকেন্দ্র

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১৮:৩৭

বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করবে- এমন একটি বিধান করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। চাইলে সরকারও এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পারবে।


শনিবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টাস ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘র‌্যাপিড ট্রান্সিজশন টু রিনিউয়্যাবলস; রোল অব ডমেস্টিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।


উপদেষ্টা জানান, এই পরিকল্পনা থেকেই থেকেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে থেকে সরকারের বিদ্যুৎ কেনা সংক্রান্ত ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার বা আইপিপি নীতিমালা বাতিল করা হচ্ছে।


উপদেষ্টা বলেন, “এখন বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে শুধু সরকার বিদ্যুৎ কিনবে না। বিদ্যুৎকেন্দ্রগুলো নিজেই গ্রাহক খুঁজে বের করবে। আমরা সঞ্চালন লাইন ব্যবহারের সুযোগ দেব ভাড়ার বিনিময়ে।”


বিদুৎকেন্দ্রগুলোর মধ্যে আন্তঃসংযোগ ও শিল্প এলাকায় সঞ্চালন লাইনও প্রয়োজনে সরকার নির্মাণ করে দেবে জানিয়ে তিনি বলেন, “এজন্য আইপিপি নীতিমালা বাদ দিয়ে ‘মার্চেন্ট পাওয়ার পলিসি (এমপিসি)’ এর খসড়া তৈরি করা হয়েছে। খুব শিগগির তা প্রকাশ করা হবে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us