ভারতীয় সংবাদমাধ্যমগুলো হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকরভাবে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌাহিদ হোসেন।
তিনি বলেছেন, ভারতীয় সংবাধ্যমগুলোর এমন ভূমিকা দুই দেশের জন্য স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক।
শনিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতীয় মিডিয়া; হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ংকরভাবে লেগে পড়ল। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি; এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টেও, এমনকি আমার এ দায়িত্ব নেওয়ার পরেও আমি বলেছি।
“ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুইটা দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক না, প্রতিবন্ধক। তারা কেন করছে, এটা তারা ভালো বলতে পারবে।”
এই ‘মিথ্যচার’ প্রতিহত করতে দেশের সংবাদমাধ্যমগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখানে আমার মনে হয়, আমাদের মিডিয়ার একটা ভূমিকার প্রয়োজন আছে। আমি বলি না যে, ভারতীয় মিডিয়াকে ফলো করুন। না ওইরকম রিয়্যাকশন আমরা চাই না। কিন্তু, ভারতীয় মিডিয়ায় যেসব মিথ্যাচার হচ্ছে, সেগুলোকে তুলে নিয়ে আসা।