অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা ‘নৈতিক দায়িত্ব’: কামাল হোসেন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১৬:৩৭

জানিয়েছেন গণফোরামের সভাপতি কামাল হোসেন বলেছেন মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় ও সার্বিক সহযোগিতা করা ‘রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব’।


তিনি বলেন, “যাতে তারা সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন।“


শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৭ম জাতীয় সম্মেলনে এ কথা বলেন কামাল হোসেন।


এ সময় নতুন করে দেশ গড়ার সংগ্রামে ‘ঐক্যবদ্ধ হওয়ার’ আহ্বান জানিয়েছেন কামাল হোসেন।


লিখিত বক্তব্যে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, ১৯৯৩ সালের ২৯ আগস্ট বাংলাদেশের বিরাজমান রুগ্ন রাজনীতির বিপরীতে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কূটনীতিবিদ, আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও প্রগতিশীল চিন্তা চেতনার সচেতন নাগরিকদের নিয়ে গণফোরামের জন্ম হয়েছিল।


“গণফোরামের নীতি, আদর্শে উদ্বুদ্ধ হয়ে ৩১ বছর আগে হাজার হাজার নেতা-কর্মী এই দলের পতাকা তলে সমবেত হয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার কাজে অঙ্গীকারবদ্ধ হয়েছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us