স্মার্টফোন এখন সব কাজেই ব্যবহার করা যায়। সারাক্ষণের সঙ্গী স্মার্টফোনে শুধু দূর দুরান্তে যোগাযোগ করাই নয়, পানির বিল থেকে শুরু করে নাটক সিনেমা দেখা সবই হচ্ছে। তবে স্মার্টফোনে আরও অসংখ্য ফিচার রয়েছে। যার অনেকগুলো আমাদের অজানাই থেকে যায়। আবার জানা থাকলেও সময়মতো ব্যবহার করছেন না।
এমনই কয়েকটি ফিচার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
১. ফোন হারিয়ে গেলেও তা কোথায় আছে জানতে পারবেন অনায়াসে। ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস অপশন সেটার অপশনে বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এই অপশনের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন।