সূর্যমুখী ও ক্যানোলা তেলের শুল্ক–কর কমানোর সুপারিশ ট্যারিফ কমিশনের

প্রথম আলো প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৪৭

দেশের বাজারে ভোজ্যতেল হিসেবে বেশি চলে সয়াবিন ও পাম তেল। অথচ সান ফ্লাওয়ার (সূর্যমুখী) ও ক্যানোলা তেল উত্তম বিকল্প হতে পারে। বিশ্ববাজারে এ দুই পণ্যের দাম সয়াবিন ও পামের কাছাকাছিই। উচ্চ শুল্ক আরোপ করে পণ্য দুটি আমদানি নিরুৎসাহিত করে রাখা হয়েছে।


এসব কথা তুলে ধরে সয়াবিন ও পাম তেলে শুল্ক-কর কমানোর পর এবার সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতেও শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। পরিশোধিত ও অপরিশোধিত—দুই ধরনের সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতে এই সুপারিশ করা হয়। বিটিটিসি এ দুই ভোজ্যতেলের ওপর শুল্ক-কর পুনর্নির্ধারণবিষয়ক এক প্রতিবেদনে এই সুপারিশ করেছে। গত বুধবার প্রতিবেদনটি বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো হয়েছে। যার অনুলিপি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়েও দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us