এক মাসে ৫ খুন, টার্গেট ছিলেন ট্রেনের নারী যাত্রীরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ২৩:১৪

ভারতের গুজরাটে টিউশন থেকে বাড়ি ফেরার সময় গত ১৪ নভেম্বর ধর্ষণের পরে হত্যার শিকার হন এক কলেজছাত্রীকে। ভালসারে নামে এলাকায় রেল লাইনের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। পরবর্তী সময়ে তদন্তে নেমে হত্যাকারীকে আটক করতে সক্ষম হয় গুজরাট পুলিশ। আর তারপরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তদন্তের জন্য গুজরাট পুলিশ মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্যের পুলিশের সাহায্য নেয়। বিভিন্ন রাজ্যে খতিয়ে দেখা হয় বিভিন্ন রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ। সেই সূত্রেই হত্যাকারীকে চিহ্নিত করা যায়।


গুজরাট পুলিশ জানতে পারে, হত্যাকারী রাহুল করমবীর জাঠ হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা। গুজরাটে এক মাসের মধ্যে অন্তত ৫ জনকে খুন করেছে এই সিরিয়াল কিলার। তার লক্ষ্যবস্তু ছিল ট্রেনযাত্রীরা, বিশেষ করে নারীরা। তাকে গ্রেফতারের পর এসব হত্যার লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে।


পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত রাহুল অন্তত পাঁচজনকে হত্যা করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে এসব হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে ওই ব্যক্তির টার্গেট ছিল বিভিন্ন ট্রেনের নারী যাত্রী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us